রাজ্যের খবর

খেলার মাঠ দখল করে সেখানে চা-বাগান তৈরির চেষ্টার অভিযোগ আলিপুরদুয়ারে

Allegations of attempts to encroach on playground to build tea garden in Alipurduar

Truth of Bengal: অমল মুন্ডা, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মারাখাতায় একটি খেলার মাঠ দখল করে সেখানে চা-বাগান তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২০ মার্চ ওই জমিতে জয় বিরসা মুন্ডা উলগুলান নামক একটি সংগঠনের পক্ষ থেকে ঝান্ডা পুঁতে দেওয়া হয়েছিল । কিন্তু  অভিযোগ উঠেছে যে পার্শ্ববর্তী চা বাগান তৈরি করার সাথে যুক্তরা বাইরে থেকে লোক এনে এলাকায় বিভ্রান্তি ও দাঙ্গা বাধানোর চেষ্টা চালাচ্ছে।

এমনকি বীরসা মুন্ডার উলগুলান নামক সংগঠনের ঝান্ডাকে গতকাল উপড়ে ফেলেন বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনার জেরে এদিন সেখানে উপস্থিত হন জয় বীরসা মুন্ডা উলগুলান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কিশোর কুজুর, খোয়ারডাঙা আঞ্চলিক কমিটির সভাপতি ইউলিনুস মোচারি সহ অন্যরা।

কিশোর কুজুর বলেন, “এই জমি অবৈধভাবে দখল করে এখানে চা-বাগান করার চেষ্টা হচ্ছে। এই জমি খাস জমি। এক সময় এই জমি আদিবাসীদের দখলে ছিল। কিন্তু কিছু মানুষ নকল পাট্টা তৈরি করে এই জমি রেকর্ড করিয়েছে এবং সেই জমি দখল করার চেষ্টা করছে। আমাদেল ভগবান বীরসা মুন্ডার ঝান্ডা মাটিতে ফেলে দিয়ে তার উপরে পা দেওয়া হয়েছে। তাই এই চরম অপমান আমরা কিছুতেই সহ্য করব না। এরজন্য আমরা কুমারগ্রাম থানায় আজ লিখিত অভিযোগ জানিয়েছি। স্থানীয়রা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে এই জমিতে খেলাধুলা থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন উৎসব-অনুষ্ঠান করতেন। কিন্তু সেই জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। জয় বিরসা মুন্ডা উলগুলানের ঝান্ডা পুঁতে দিয়েছি আমাদের জমিকে রক্ষা করার জন্য। কিন্তু সেই ঝান্ডাকে অপমান যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা আজ একত্রিত হয়েছি। কামাখ্যাগুড়ি পুলিশ আউট পোস্ট সুত্রে জানা গিয়েছে, আমরা অভিযোগের ভিত্তিতে সরকারি নিয়ম অনুযায়ী ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছি। ওই এলাকায় কোনো যেন অপ্রিতীকর ঘটনা না ঘটে সেই অনুযায়ী আমরা সকলকে সতর্ক করে জমির পাশে থাকা খুটিতে নোটিস টাঙিয়ে দিয়ে এসেছি।”

Related Articles