দেশ

জাল নোট ছাপানোর অভিযোগে! ভোপালে উদ্ধার নকল টাকা-প্রিন্টার, গ্রেফতার ১

Fake currency printer seized in Bhopal, 1 arrested for printing fake notes

Truth Of Bengal: ভোপালে জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগে গ্রেফতার করা হল এক ডেলিভারি বয়কে।  অভিযুক্ত ইনদ্রবিহার কলোনির বাসিন্দা, নাম জাকির খান, বয়স বছর ৪২। পুলিশ জানিয়েছে, বাইকে করে ডেলিভারি দেওয়ার পাশাপাশি, তিনি নিজের বাড়িতেই ছাপাচ্ছিলেন জাল টাকা।

জানা গিয়েছে, ২ মে সন্ধ্যার দিকে হাউজিং বোর্ড স্কোয়ার এলাকায় একটি নিয়মিত যানবাহন তল্লাশি অভিযান চলছিল। সে সময় সন্দেহজনক একটি স্কুটার চোখে পড়ে পুলিশের। নম্বর প্লেট অস্পষ্ট হওয়ায় পুলিশ গাড়িটি থামাতে যায় পুলিশ, তখন চালক পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে পাকড়াও করে তল্লাশি চালায়।

স্কুটারের স্টোরেজ বক্স খুলতেই উদ্ধার হয় বেশ কয়েকটি ১০০ টাকার নোট। খুঁটিয়ে দেখতেই পুলিশ বুঝতে পারে, এগুলি জাল। অভিযুক্তের পকেট থেকেও উদ্ধার হয় একই সিরিয়াল নম্বরযুক্ত একাধিক নোট, যা সন্দেহকে আরও দৃঢ় করে।

ধৃত ব্যক্তি জাকির খান নামে নিজের পরিচয় দেয়। সঙ্গে জানায়, সে ইনদ্রবিহার কলোনির বাসিন্দা। এরপর পুলিশ তার বাড়িতে হানা দিয়ে উদ্ধার করে একটি HP প্রিন্টার, ৫৫টি ১০০ টাকার জাল নোট এবং ৫০টি সাদা কাগজ। যেগুলির একপিঠে ছাপা ছিল ১০০ ও ৫০ টাকার নোটের নকল ছবি। আশ্চর্যের বিষয়, সব নোটেই ছিল এক নম্বরের সিরিয়াল।

পুলিশ জানায়, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সনহিতা ২০২৩-এর ধারা ১৭৯, ১৮০ ও ১৮১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, জাকির একা এই কাজ চালাতেন, নাকি কোনও বড় চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভোপালজুড়ে।

Related Articles