
Truth of Bengal: চলতি আইপিএল-এর আসরে নজির গড়েছেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। গুজরাটের বিপক্ষে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন তিনি। তার পরই প্রচারের আলোয় উঠে আসেন সমস্তিপুরের এই কিশোর। কিন্তু তার পরের ম্যাচেই বৃহস্পতিবার মুম্বইয়ের বিপক্ষে ব্যর্থ হল বৈভব। মাত্র ২ বল খেলে কোনও রান না করেই দীপক চাহারের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বৈভবকে। ক্রিকেট যে বড় অনিশ্চিতের খেলা। আজ যে হিরো, কাল সে জিরো…। এই বাস্তব সত্যটা যে বৈভব নিজেও অনুভব করেছে তা বোঝা গেল তাঁর শরীরী ভাষা দেখেই। আর এরপরই বৈভবকে সতর্ক করে দিয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব সম্বন্ধে বলতে গিয়ে সানি জানান, ‘বৈভবকে এখানেই থেমে থাকলে চলবে না। ওকে আরও অনেক উন্নতি করতে হবে। তার জন্য অনেক কিছু শেখার বাকি আছে। সেটা ওকে শিখতে হবে। ব্যাট করার সময় মাথায় রাখতে হবে কিভাবে দলের পাশাপাশি নিজের রান বাড়ানো যায়।’ এর পাশাপাশি আমার আরও একটা অনুরোধ আছে সংবাদমাধ্যমের কাছে, ‘দয়া করে বৈভবকে নিয়ে এখনই এত বেশি মাতামাতি করা উচিত নয়।’
সানি আরও বলেন, ‘বৈভবে চলতি বছরের আইপিএল-র নিলামে ওঠার আগে অস্ট্রেলিয়াতে ওদের যুব দলের বিপক্ষে টেস্টে শতরান হাঁকিয়েছিল। মনে রাখতে হবে এই অল্প বয়সে অজিদের মতো শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে ওইরকম ব্যাট করাটা মুখের কথা নয়। বৈভব সেই অসম্ভবকেই সম্ভব করে তুলেছিল। ও যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড়। ওকে প্রতিভা ধরে রাখতে হবে।’
সানি তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে বৈভবকে প্রশংসা করার পাশাপাশি যাতে ওর মধ্যে কোনও বাড়তি চাপ তৈরি না হয়, সেই বার্তায় দিয়েছেন ব-কলমে। গাভাসকর বলেন, ‘বৈভব তাঁর অভিষেক ম্যাচে প্রথম বলেই দুরন্ত ছক্কা হাঁকিয়েছিলেন। কিন্তু তাই বলে যে প্রতিদিন-ই এমন ঘটবে তার কোনও গ্যারিন্টি নেই। কেননা বোলাররা বৈভবের ব্যাটিং স্টাইল নিখুঁতভাবে দেখে ওকে ফলো করে পরিকল্পনা করে নেবে ওকে আউট করার। সেটা মাথায় রেখেই বৈভবকে আগামী ম্যাচে মাঠে নামতে হবে। এখন দেখা যাক ওর দিকে অবশ্যই নজর থাকবে।’