টাকার বিনিময়ে সীমান্ত পার, শেষমেশ পুলিশের জালে
Crossing the border in exchange for money, finally caught by the police

Truth of Bengal: মণ্টু সাহাজী, বসিরহাট: ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি পাচার ও অনুপ্রবেশ বন্ধ করতে আবারও তৎপর হল বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। হাকিমপুর সীমান্ত দিয়ে পাচারচেষ্টার সময় দুই বাংলাদেশি মহিলা ও তিন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাকিমপুর সীমান্তে পাচারের ছক কষে রেখেছিল এক দালালচক্র। তাদের মূল লক্ষ্য ছিল দুই বাংলাদেশি মহিলাকে বিপুল অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে পাচার করা।
প্রথম ঘটনায়, খাদিজা খাতুন নামে এক বাংলাদেশি মহিলাকে তার নিজ দেশে ফিরিয়ে দেওয়ার নামে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই কাজে মূল অভিযুক্ত দালাল তানজিলা বিবি খাতুন ও তার স্বামী খোকন বিশ্বাস সক্রিয়ভাবে যুক্ত ছিল।
অন্যদিকে, দ্বিতীয় ঘটনায় রাজিয়া খাতুন নামে আরেক বাংলাদেশি মহিলাকে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী আটক করে। এই ঘটনায় যুক্ত ছিল দালাল আব্দুল কাইয়ুম, যার বাড়ি বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের সরপোরাজপুর এলাকায়।
সীমান্তরক্ষীরা তাদের প্রথমে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে, এই পাচারের পেছনে রয়েছে একটি সক্রিয় দালাল চক্র, যারা মোটা টাকার বিনিময়ে এই ধরনের বেআইনি কার্যকলাপ চালাচ্ছে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজন দালাল ও দুইজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
এখনও পর্যন্ত পুলিশের তদন্ত চলছে — আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কি না, সীমান্তে অন্য কোথাও এই ধরনের চক্র সক্রিয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সীমান্তে মানব পাচার ও বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষজন।