রাজ্যের খবর

মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকারী ইতিহাসপ্রেমী সৌভিক ভবিষ্যতে হতে চায় ডাক্তার 

History lover Sauvik, who ranked 10th in the state in Madhyamik, wants to become a doctor in the future

Truth of Bengal: সুন্দরবনের প্রত্যন্ত কাকদ্বীপের ছাত্র সৌভিক দিন্দা ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থান অর্জন করে গোটা এলাকাকে গর্বিত করেছে। সৌভিক কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির-এর ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৬৮৬।

অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা সৌভিক ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল। তবে সে কখনোই নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করত না। নিজের ইচ্ছেমতো, মন চাইলে তখনই পড়তে বসত। তার এই স্বতঃস্ফূর্ত ও স্বাধীন পদ্ধতিতেই আজ সে রাজ্যের সেরা দশে জায়গা করে নিয়েছে।

সৌভিক জানিয়েছে, তার প্রিয় বিষয় ইতিহাস, যদিও ভবিষ্যতের লক্ষ্য চিকিৎসক হওয়া। সে বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করতে চায়, তবে ইতিহাসের অনুপস্থিতি নিয়ে কিছুটা আফসোসও প্রকাশ করেছে। সৌভিক বলেছে, “গণিত ভালো লাগলেও ইতিহাসই আমার সবচেয়ে প্রিয়। তবে ডাক্তার হতে হলে সায়েন্স নিয়ে পড়তেই হবে। তাই ইতিহাসকে মিস করব।”

এই অসাধারণ কৃতিত্বের পেছনে পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষকরাও বড় ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছে সৌভিক। তার এই সাফল্যে শুধু পরিবার নয়, গোটা এলাকা আনন্দে মেতে উঠেছে। সৌভিকের ভবিষ্যৎ স্বপ্ন সফল হোক — এই শুভকামনাই এখন সকলের মুখে মুখে।

 

Related Articles