খেলা

সুপার কাপ জিতে এএফসি খেলতে মরিয়া মানালো ও খালিদ দুজনেই

Both Manalo and Khalid are desperate to win the Super Cup and play in the AFC

Truth Of Bengal: শনিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চলতি বছরের সুপার কাপের ফাইনাল ম্যাচ। হাড্ডাহাড্ডি এই ম্যাচে মানালো মার্কওয়েজের এফসি গোয়া মুখোমুখি হবে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে। দুটি দলই আইএস-র সুপার সিক্সের পর নক আউট পর্বে যোগ্যতা অর্জন করলেও ট্রফি জয় অধরাই থেকে গিয়েছিল তাদের কাছে।

কাজেই এবারের সুপার কাপের ট্রফিকেই পাখির চোখ করেছিলেন দুই কোচ। এবং ইতিমধ্যে দুজনেই ট্রফি থেকে মাত্র কয়েক হাত দূরে। মাঝে সময় মাত্র ২৪ ঘণ্টা। তারপরই ঠিক হয়ে যাবে, এবারের সুপার কাপ কাদের ঘরে শোভা পাবে। এবং কারা অর্জন করবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ। ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই দলের কোচের গলাতেই যেন শোনা গেল একে অপরকে শ্রদ্ধার পাশাপাশি, নিজেদের দলের প্রতি আত্মবিশ্বাসও।

এফসি গোয়ার কোচ মানালো শনিবারের ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘আমরা চার বছর আগে অর্থ্যাৎ ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছি। ফের আবার আমাদের সামনে সুযোগ এসেছে সুপার কাপ জয় করে এএফসি-র ওই টুর্নামেন্টে খেলার। সুতরাং সুযোগ যখন এসেছে, তা তো কাজে লাগাতেই হবে। দলের ছেলেরাও তৈরি আছে নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জয় করতে।’

চলতি আইএসএল-এ মানালোর দলকে পর পর দুটি ম্যাচেই জামশেদপুরের কাছে হারতে হয়েছে। এবার সুপার কাপেও কি সেই একই ফলের পুনরাবৃত্তি হবে কি না জানতে চাইলে গোয়ার অভিজ্ঞ কোচ বলেন, ‘প্রতিটা টুর্নামেন্ট আলাদা-আলাদা। আমরা ওদের কাছে ম্যাচ হারলেও কিন্তু আমরা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান অধিকার করেছি। কিন্তু ওরা আমাদের থেকে ১০ পয়েন্ট পিছনে ছিল। আর এইসব বিষয় এখন অতীত হয়ে গিয়েছে। আমাদের একটাই লক্ষ্য শনিবারের ফাইনাল ম্যাচে ট্রফি জেতা।’

অপর দিকে চলতি আইএসএল-এর আসরে একমাত্র ভারতীয় কোচ হিসাবে দায়িত্ব সামলে জামশেদপুরকে অভাবনীয় সাফল্য এনে দিয়েছেন খালিদ জামিল। শেষ পর্যন্ত ট্রফি জয় না করতে পারলেও, ইতিমধ্যে সুপার কাপের ফাইনালে তুলে দিয়েছেন ইস্পাত নগরীর দলটিকে। আইএসএল-র দুটি ম্যাচেই এফসি গোয়াকে হারিয়েছে তাঁর দল।

সুপার কাপের ফাইনাল ম্যাচ নিয়ে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে খালিদ বলেন, ‘এই টুর্নামেন্টে ট্রফি জয়টা আমাদের কাছে খুব দরকার। কেননা, সুপার কাপ জিততে পারলে আমরা এশিয়া অঞ্চলের কোনও প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করব। যা আমার দলের ফুটবলারদের পাশাপাশি কোচ হিসাবে আমিও গর্বিত হব। আমার দলের ফুটবলাররা জানেন, ফাইনাল ম্যাচের গুরুত্ব কতটা। আমি কোনও ভবিষ্যৎবাণী করতে চাই না। কেননা দুটি দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। দলের কোচ হিসাবে আমি আশাবাদী, ছেলেরা শনিবার নিজেদের সেরাটা দিয়েই ম্যাচ জিতবে।’

কোচেদের পাশাপাশি সুপার কাপ জেতার ব্যাপারে আশাবাদী এফসি গোয়া দলের অধিনায়ক-ও। এফসি গোয়ার অধিনায়ক তথা দলের ডিফেন্স লাইনের অন্যতম স্তম্ভ ওডেই ওনেইন্ডিয়া বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছিলাম এই টুর্নামেন্টটা আমরা জয় করতে এসেছি। এখন আর মাত্র একটা ম্যাচ বাকি। জিতলেই ট্রফি জয় করতে পারব। সেই জন্য আমাদের এখন একটাই লক্ষ্য সুপার কাপ জয় করা।’

অপর দিকে জামশেদপুরের তরুণ ফুটবলার নিখিল বার্লা বলেন, ‘সুপার কাপের মতো কোনও টুর্নামেন্টের ফাইনালে যে আমরা খেলব এটা ভেবেই আমাদের খুব আনন্দ হচ্ছে। ২০১৮ সালে আমি জামশেদপুরের অ্যাকাডেমিতে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলাম। আজ আমি জামশেদপুরের সিনিয়র দলের সদস্য। যা আমার কাছে শুধু নয়, আমার পরিবারের কাছেও একটা গর্বের বিষয়।’

এখন দেখা যাক শনিবার ফাইনাল ম্যাচে আইএসএল-র মত গোয়াকে খালিদের দল বধ করে, নাকি আইএসএল-র দুই ম্যাচে হারের বদলা মানালোর দল নিতে পারে কি না, তা সময়ই বলবে।

Related Articles