দেশ

মে মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? তালিকা প্রকাশ করল আরবিআই

RBI releases list of days on which banks will be closed in May

Truth Of Bengal: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজ্যভিত্তিক সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী মে ২০২৫ মাসে ছয়টি ব্যাঙ্ক ছুটির দিন ঘোষণা করেছে। এই ছুটিগুলি জাতীয়, আঞ্চলিক ও ধর্মীয় উৎসবের উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে এবং রাজ্যভেদে ভিন্ন হতে পারে।

ছয়টি নির্ধারিত ছুটি ছাড়াও মে মাসের প্রতিটি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই গ্রাহক এবং ব্যবসায়ীদের জন্য তাদের আর্থিক পরিকল্পনা করার আগে ছুটির দিনগুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৫ সালের মে মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা রাজ্যভিত্তিকভাবে নিচে দেওয়া হল:

১ মে (বৃহস্পতিবার) মহারাষ্ট্র দিবস ও মে দিবস (শ্রমিক দিবস): বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা), ইম্ফল, কোচি, কলকাতা, মুম্বই, নাগপুর, পানাজি, পটনা ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ মে (শুক্রবার) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কেবল কলকাতার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১২ মে (সোমবার) বুদ্ধ পূর্ণিমা: আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, দেহরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, সিমলা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ মে (শুক্রবার) রাজ্য দিবস (সিকিম): সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ মে (সোমবার) কাজি নজরুল ইসলামের জন্মদিন: ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৯ মে (বৃহস্পতিবার) মহারাণা প্রতাপ জয়ন্তী: হিমাচলপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ব্যাঙ্ক ছুটির দিনেও অনলাইন পরিষেবা চালু থাকবে

ছুটির দিনেও গ্রাহকরা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে পারবেন। যেমনঃ

  • অনলাইন NEFT/RTGS ট্রান্সফার, ডিমান্ড ড্রাফ্ট অনুরোধ, চেকবুক ফর্ম
  • ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ATM কার্ড
  • অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ, স্থায়ী নির্দেশাবলী সেটআপ, লকারের আবেদন

এই পরিষেবাগুলি ব্যবহার করে গ্রাহকরা ছুটির দিনেও নিরাপদ ও সহজে আর্থিক লেনদেন করতে পারবেন।

Related Articles