কলকাতা

শহর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব

Kalbaisakhi riots across the city

Truth Of Bengal: ইয়ামুদ্দিন সাহাজী, নিউটাউন: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই আছড়ে পড়ে কালবৈশাখী ঝড়। তীব্র ঝোড়ো হাওয়া সাথে তুমুল বৃষ্টিতে ত্রস্ত হয়ে পড়ে নিউটাউনের জনজীবন। ঝড়ের দাপটে কারিগরি ভবন সংলগ্ন সংরক্ষণ এলাকায় রাস্তায় ভেঙে পড়ে একটি বড়সড় গাছ। এদিন এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন এই ঝড়ে আছড়ে পড়ে একটি বিশালাকৃতির গাছ। এখনও পর্যন্ত গাছটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে। এর ফলে ব্যাহত হয়েছে যান চলাচল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎই শুরু হওয়া ঝড়ে রাস্তায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই শুরু হয় ঝড়ের তান্দব নৃত্য। যদিও এদিন এই ঝড়ের কারণে ওই এলাকায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মত প্রশাসনের।

এই পরিস্থিতির জেরে মুলত এলাকাবাসীরা আতঙ্কে খবর দেন পুলিশকে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুরসভার কর্মীরা ও পুলিশ। ইতিমধ্যে ওই এলাকা থেকে গাছ সরানোর কাজ দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে।

Related Articles