রাজ্যের খবর

নদীতে স্নান করতে গিয়ে অকালেই প্রাণ গেল দুই নাবালকের, শোকের ছায়া পরিবারে

Two minors die prematurely while bathing in river, family in mourning

Truth Of Bengal: নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল দুই নাবালকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, মালদার রতুয়া থানার বাহারালের নুরপুর ব্রিজের কালিন্দী নদীতে। ঘটনায় এলাকার শোকের ছায়া। তড়িঘড়ি স্থানীয়রা খোঁজাখুঁজির কাজ শুরু করে। তবে ওই দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেই মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

জানা গেছে, মৃতরা হলেন ইমরান সবজি বয়স ১৩ বছর। অপর এক নাবালক শেখ বাপি, বয়স ১৫ বছর। রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত নুরপুর ব্রিজের এই কালিন্দ্রী নদী। তারা দুজনে স্নান করতে আসে। স্নান করতে গিয়েই জলের গভীরতায় দুজনই তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারে হাত লাগায়। তবে মিনিট কয়েকের প্রচেষ্টায় দুজনকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করেছে দুই নাবালকের। আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে দুই নাবালকের পরিবার। এদিকে রতুয়া থানার পুলিশ দুটি দেহ নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী তদন্ত প্রক্রিয়া চালাবে বলেই জানা যাচ্ছে।

Related Articles