সম্পাদকীয়

আরও ‘সুন্দরী’ হয়ে উঠল সৈকত শহর

The beach town has become more 'beautiful'

Truth Of Bengal: দিঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়ে গেল। রাজ্যের মানুষের জন্য এই উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিঘার মুকুটে নতুন পালক যোগ হল এই জগন্নাথ মন্দির। যে মন্দিরের হাত ধরে দিঘা-সহ পার্শ্ববর্তী এলাকার অর্থনৈতিক অবস্থা ব্দলানো এখন সময়ের অপেক্ষা। বিরাট এই মন্দিরের দৌলতে রূপসী বাংলায় রূপ আরও বেড়ে গেল। আরও সুন্দরী হল দিঘা।

এবার এই সৈকত শহরে গড়ে উঠবে আধ্যাত্মিক ও পর্যটনের মেলবন্ধন। মঙ্গলবার হয়ে যায় মহাযজ্ঞ। সেখানে পূর্ণাহুতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন বুধবার মুখ্যমন্ত্রীর হাত ধরে খুলে গেল মন্দিরের দরজা। সাধারণ মানুষ দেখার সুযোগ পাবে এই মন্দির। রাজ্যের পর্যটন মানচিত্রে দিঘার গুরুত্ব অপরিসীম। এমন কোনও বাঙালি নেই, যিনি জীবনে একবার হলেও দিঘায় আসেননি। সেই দিঘাকে আরও সুন্দরী করে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা এবার আরও বেশি মানুষের নজর কাড়তে চলেছে। আগেই দিঘা চালু হয়েছে মেরিন ড্রাইভ।

তারপর বদলে গিয়েছে দিঘার রূপ। এবার সেখানে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হল। যে মন্দিরের হাত ধরে দিঘা-সহ পার্শ্ববর্তী এলাকার অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হবে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ী থেকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। একটা মন্দির কীভাবে বদলে দিতে এলাকার অর্থনৈতিক মানচিত্র, তার অনেক উদাহরণ আছে দেশে। সেই তালিকায় এবার যুক্ত হল দিঘার নাম। দিঘার জগন্নাথ ধাম যেমন অক্ষয় হবে, তেমনই অর্থনৈতিক যে জোয়ার আসবে তা চলতেই থাকবে। গোটা জেলার পরিবেশ এবার আরও বদলে যাওয়ার অপেক্ষা।

এমনিতেই দিঘা রাজ্যের অন্যতম সেরা পর্যটনক্ষেত্র। মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর ২০১১ সালের পর থেকে সেই দিঘার উন্নয়নে নানা কর্মযজ্ঞ চালিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উপলব্ধি করেন এই সৈকত শহরে যদি একটা জগন্নাথ মন্দির তৈরি করা হয় তা হলে দুইয়ের মেলবন্ধনে এলাকার সার্বিক অর্থনীতির মানচিত্র আমূল বদলে যাবে। বহু মানুষ উপকৃত হবে। সেই সঙ্গে রাজ্যের এই পর্যটন ক্ষেত্রের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। সেই ভাবনা এবার বাস্তবে রূপ পেল। দেশের নজর কাড়তে প্রস্তুত দিঘা। হয়ে উঠবে আন্তর্জাতিক পর্যটনক্ষেত্র।

Related Articles