রাজ্যের খবর

লোকালয়ে ঢুকে আহত বাইসন, আতঙ্কে এলাকাবাসী

Injured bison enters locality, locals panic

Truth Of Bengal: জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের চাকুলার হাট এলাকায় চাঞ্চল্য ছড়াল এক বাইসন ঢুকে পড়ায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে একটি বাইসনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষ ভিড় করতে শুরু করে বাইসনটিকে দেখতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্ভবত গভীর রাতে ওই বাইসনটি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং চলতে গিয়ে কোনোভাবে রাস্তা থেকে পড়ে যায় বা দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতর চোট পায়। স্থানীয়দের তরফে দ্রুত বন দফতরকে খবর দেওয়া হলে, রামসাই স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দ্রুত একটি জেসিবির সাহায্যে বাইসনটিকে ট্রলিতে তুলে উদ্ধার করে নিয়ে যান চিকিৎসার জন্য।

বন দফতরের তরফে জানানো হয়েছে, বাইসনটির চোট গুরুতর হলেও তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই এলাকায় একের পর এক বাইসনের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘনঘন ঘটতে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতর জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং বনাঞ্চলের সীমানা নিরাপদ রাখতে ব্যবস্থা নিচ্ছেন।

Related Articles