শ্রমিকদের সম্মানে পথে পা মিলিয়ে সিউড়িতে তৃণমূলের মহামিছিল
Trinamool's grand procession in Siuri, joining hands in honor of workers

Truth of Bengal: পার্থ দাস, বীরভূম: বীরভূম জেলার সিউড়িতে তৃণমূল কংগ্রেস ও আইএনটিসি-র যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। সিউড়ির তৃণমূল কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।
এরপর বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে একটি সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণ করেন হকার্স অ্যাসোসিয়েশন, বাস অ্যাসোসিয়েশন, টোটো ইউনিয়নের সদস্য সহ তৃণমূলের একাধিক শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা।
মিছিল শেষে তৃণমূল কার্যালয়ে ফিরে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন নেতারা। বিধায়ক বিকাশ রায়চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজেন্দ্র প্রসাদ লালা, শ্রমিক সংগঠনের সম্পাদক ও সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিকমুখী নীতির প্রতি সম্মান জানিয়ে শ্রমিকদের অধিকার ও মর্যাদার বার্তা দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জেলায় এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হলেও সিউড়িতে ছিল চোখে পড়ার মতো আয়োজন ও জনসম্পৃক্ততা। মে দিবস উপলক্ষে তৃণমূলের এই আয়োজনে সিউড়ির রাস্তায় যেন জেগে উঠল শ্রমিকদের সম্মান ও সংহতির বার্তা।