
Truth Of Bengal: নজির গড়ল কন্নড় সিনে জগৎ। এবার সিনেমার বড়ো পর্দায় অভিষেক হল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির। LOVE YOU নামক একটি কন্নড় সিনেমা তৈরি হয়েছে। এটি বিশ্বের প্রথম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছায়াছবি। ডিজিটাল এই সিনেমার পরিচালনা করেছেন এস নরসিংহমমূর্তি। তিনি জানান, অভিনব এই সিনেমায় কোনো মানুষ অভিনয় করেননি। অবিকল মানুষের মতো দেখতে এআই রোবট অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন।
কন্নড় সিনেমার প্রতিটি ফ্রেম, গান, সংলাপ, ক্যারেক্টার অ্যানিমেশন, লিপ সিনক্রোনাইজেশন, ক্যামেরার মুভমেন্ট, সব করা হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে। এআই ইঞ্জিনিয়ার নুতন এই সিনেমা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছবির শৈল্পিক দিক দেখেন সুন্দর রাজ গুন্ডু।
এই এআই ভিত্তিক সিনেমার দৈর্ঘ্য ৯৫ মিনিট। ১২টি গান আছে সিনেমায় যা তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির সাহায্যে। কবে ছবির মুক্তি তা এখনো ঘোষণা না করা হলেও সম্প্রতি এই সিনেমাকে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।