দিল্লির বিপক্ষে ম্যাচের সেরা হওয়াই শুধু নয়, বিশ্ব রেকর্ডও গড়লেন নারিন
Narine not only became Man of the Match against Delhi, but also set a world record

Truth Of Bengal: মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল-র ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে নাইটদের হয়ে ব্যাট হাতে ২৭ রান করার পাশাপাশি বল হাতেও তিন উইকেট ঝুলিতে পুড়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। তবে এখানেই শেষ নয়। এই ম্যাচেই তিনিই গড়েছেন একটি বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও একটি নির্দিষ্ট দলের জার্সি গায়ে সর্বোচ্চ উইকেট ঝুলিতে পোড়ার রেকর্ডের তালিকায় এখন শোভা পাচ্ছে সুনীল নারিনের নাম। নাইটদের জার্সি গায়ে অক্ষরদের বিপক্ষে ৩টি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে এই দলের হয়ে তাঁর মোট উইকেটের সংখ্যা হল ২০৮টি। এতদিন এই রেকর্ড ছিল ইংল্যান্ড ক্রিকেটার সুমিত প্যাটেলের দখলে। নটিংহ্যামশায়ারের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এমন নজির গড়েছিলেন তিনি। এবার তাঁর সঙ্গে যুগ্মভাবে শোভা পাবে কলকাতা নাইট রাইডার্স তারকা সুনীল নারিনের নাম।
কিন্তু নারিন একটি বিষয়ে সুমিতকে পিছনে ফেলে দিয়েছেন। সেটা হল সুমিত ২০৮টি উইকেট নিতে ম্যাচে খেলেছিলেন ২৩৩টি। সেখানে ১৯৫টি ম্যাচ খেলে সমসংখ্যক উইকেট ঝুলিতে পোড়েন নাইটদের অলরাউন্ডার।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস উড। তাঁর দখলে রয়েছে ১৯৯টি উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার নাসিথ মালিঙ্গা। তিনি নিয়েছেন ১৯৫টি উইকেট। এবং পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড পাইন। তাঁর সংগ্রহ ১৯৩টি উইকেট।