দেশ

সীমান্তে উত্তেজনার জের! রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

PM Modi cancels Russia visit due to border tensions

Truth Of Bengal: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রেশ পড়ল কূটনৈতিক অঙ্গনেও। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাশিয়ার ভিক্ট্রি ডে অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয় উপলক্ষে প্রতি বছর ৯ মে রাশিয়ার মস্কোয় আয়োজিত হয় ‘ভিক্ট্রি ডে’ সেলিব্রেশন। এবারে ৮০ বছর পূর্তি উপলক্ষে আরও বড়সড় আয়োজন ছিল। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু, দেশের ভেতরে সন্ত্রাসের ছায়া ঘনিয়ে ওঠায় শেষ মুহূর্তে সফর বাতিল করলেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আজ জানান, ভারতের প্রধানমন্ত্রী এবার মস্কো আসছেন না। যদিও কেন তিনি সফর বাতিল করলেন, সে বিষয়ে খোলাসা করেননি পেসকোভ। তবে কূটনৈতিক মহলের মতে, পহেলগাঁওয়ের হামলা এবং সীমান্ত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন পর্যটক। তারপর থেকেই বাড়তি সতর্কতা এবং নিরাপত্তা প্রস্তুতি নিয়ে দু’দফা উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এমন সময় বিদেশ সফরে যাওয়া অনুচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কড়া অবস্থানের ইঙ্গিত মিলছে? এ প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে।

Related Articles