মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘায় জগন্নাথ দর্শনে সস্ত্রীক দিলীপ ঘোষ
Dilip Ghosh and his wife visit Jagannath Temple in Digha at the invitation of the Chief Minister

Truth Of Bengal: অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দিঘার নতুন জগন্নাথধাম মন্দির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা সওয়া তিনটের সময় এই মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন তিনি। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেখানে উপস্থিত হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘায় জগন্নাথ দর্শনে সস্ত্রীক দিলীপ ঘোষ pic.twitter.com/g5THHxxDsO
— TOB DIGITAL (@DigitalTob) April 30, 2025
রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি মন্দিরে যান। অন্যদিকে, একই দিন কাঁথিতে পাল্টা কর্মসূচির আয়োজন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘সনাতনী সমাবেশ’ নামের সেই কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয় শুভেন্দুকে। তবে দিলীপ ঘোষ সেই কর্মসূচিতে অংশ নেননি।
মঙ্গলবার রাতেই দিলীপ জানান, বুধবার সময় পেলে তিনি দিঘার জগন্নাথধামে যাবেন। হাওড়ার শ্যামপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানেও তাঁর আগে থেকেই আমন্ত্রণ ছিল। তিনি বলেন, ‘‘শ্যামপুরের অনুষ্ঠানে অংশ নিয়ে সময় পেলে দিঘায় যাব। মুখ্যসচিব আমন্ত্রণ জানিয়েছেন।’’
শেষ পর্যন্ত দিলীপ দিঘাতেই পৌঁছন, কাঁথিতে না থেমে। তাঁর কথায়, ‘‘অক্ষয় তৃতীয়া একটি শুভ দিন। এই দিনে পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি। আমি আমন্ত্রণ পেয়েছি দিঘায়, তাই গিয়েছি। কাঁথিতে তো কেউ আমন্ত্রণই জানায়নি।’’
তিনি আরও বলেন, ‘‘অক্ষয় তৃতীয়ার দিন হিন্দু জাগরণের নানা কর্মসূচি হয়। মন্দির উদ্বোধনও তারই অংশ। ভগবান আমার সঙ্গে দেখা করতে তিনশো কিলোমিটার এসেছেন, আমি তাঁর সঙ্গে দেখা করতে দু’শো কিলোমিটার যেতে পারব না?’’
দিলীপ ঘোষ জানিয়েছেন, দিঘাতে রাত কাটাবেন কি না, তা মন্দির দর্শনের পর ঠিক করবেন। কারণ তিনি যখন দিঘা পৌঁছন, ততক্ষণে অধিকাংশ অতিথি কলকাতার পথে রওনা দিয়েছেন।
শেষে দিলীপ বলেন, ‘‘মন্দির দর্শনই আমার প্রধান উদ্দেশ্য। আগে ভগবানকে প্রণাম করি, তারপর থাকব কি না, সিদ্ধান্ত নেব।’’