৩৮ বছরে পদার্পণ করলেন রোহিত, বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসলেন হিটম্যান
Rohit turns 38, Hitman showered with wishes on special day

Truth Of Bengal: দেখতে দেখতে বুধবার ৩৮ বছরে পদার্পণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। বিশেষ সেই দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোহিতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে রোহিত ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় যুবরাজ রোহিতের সঙ্গে কাটানো একটি ভিডিও পোস্ট করেন। তারপরই ক্যাপশনে যুবি লেখেন, ‘রোহিত ভাই জন্মদিনে তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। কেউ উত্তরাধিকার তৈরি করেন, আবার কেউ রেকর্ড গড়েন। তুমি দুটোই করেছো। আশাকরি তোমার আগামী দিনগুলি আরও ভাল কাটবে এই আশা করি। তোমার জন্য আমার ভালবাসা সব সময় থাকবে।’
Some build records, some build legacies – you’ve done both brotherman! 👑 Hope you have an amazing year ahead! Happy birthday 🥳 Loads of love always 🤗❤️ @ImRo45 pic.twitter.com/D8y0pRiv0m
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 30, 2025
যুবরাজের পাশাপাশি, রোহিতকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়েছে আইপিএল-এ বিরাট কোহলির দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুও। তাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে করা রোহিতের অনবদ্য সেই ২৬৪ রানের ভিডিও পোস্ট করে সেখানে লেখা হয়, ‘৩৮তম জন্মদিনে তোমার জন্য রইল আমাদের বিশেষ শুভেচ্ছা।’
আরসিবি-র মতো রোহিতকে শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই সুপার কিংস-ও। ধোনিদের দলের পক্ষ থেকে রোহিতকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘রোহিত তুমি কোটি কোটি মানুষের গর্ব। তুমি আমাদের জাতির অধিনায়ক। জন্মদিনে তোমার জন্য রইল বিশেষ শুভেচ্ছা।’
তবে এতসবের মাঝেই সবচেয়ে সাড়া জাগানো পোস্টটি করেছেন রোহিতের মা পূর্ণিমাদেবী। ইনস্টাতে তিনি ছেলের জন্মদিন উপলক্ষ্যে লেখেন, ‘একজন মহান ছেলের জন্মদিনে তাঁর জন্য রইল বিশেষ শুভেচ্ছা।’
View this post on Instagram