সিউড়িতে শ্রমিক দিবসকে ঘিরে তৃণমূলের বৈঠক, পদযাত্রার সিদ্ধান্ত
Trinamool meets in Siuri to mark Labor Day, decides to march

Truth of Bengal:পার্থ দাস, বীরভূম: ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনটি ঘিরে বীরভূম জেলার সিউড়িতে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে, সিউড়ি ১ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি রাজেন্দ্র প্রসাদ লালা, শ্রমিক সংগঠনের নেতা পিয়ার জান খান, টোটো ইউনিয়নের সদস্য, বাস ইউনিয়নের প্রতিনিধি, হকার্স ইউনিয়নের সদস্য-সহ একাধিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব।
এই বৈঠকে সিদ্ধান্ত হয়, শ্রমিক দিবস উপলক্ষে সিউড়িতে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। মিছিলটি কোন রুট দিয়ে যাবে, কতজন কর্মী ও সদস্য এতে অংশ নেবেন, তা নিয়েও বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে।
বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, শুধু ভোটের সময় নয়, সারাবছরই শ্রমজীবী মানুষের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা, বিধানসভা কিংবা পঞ্চায়েত নির্বাচন— প্রতিটি ক্ষেত্রেই শ্রমিক ইউনিয়নগুলির বড় ভূমিকা রয়েছে। সেই কারণেই শ্রমিক দিবসকে গুরুত্ব দিয়ে, গুছিয়ে এবং সম্মানজনকভাবে পালন করা হবে।
তৃণমূল কংগ্রেস প্রতি বছরই শ্রমিক দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। এবছরও যাতে কোনও রকম ত্রুটি বা বিচ্যুতি না ঘটে, সেই উদ্দেশ্যেই এই বৈঠকে পরিকল্পনা ও প্রস্তুতির চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে।