রাজ্যের খবর

চা-বাগানে গাছের মগডালে চিতাবাঘ! দেখুন সেই ভিডিয়ো

Leopard in a tree in a tea garden! Watch the video

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমার টাইপু চাবাগানের সঙ্গতরাম জোতে বুধবার সকালে এক চিতাবাঘকে গাছের মগডালে দেখা যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই চিতাবাঘটিকে মগডালে দেখতে পান। আকস্মিক এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চা বাগান চত্বরে। অনেকেই এই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করেন। সেই ভিডিয়ো এখন ভাইরাল।

সঙ্গে সঙ্গে খবর দেন বনদফতরকে। খবর পেয়েই বাগডোগরা রেঞ্জের এলিফ্যান্ট স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা আসার আগেই চিতাবাঘটি গাছ থেকে নেমে অন্যত্র চলে যায়। পরে বনকর্মীরা গোটা চা বাগান এলাকা চিরুনি তল্লাশি চালালেও আর চিতাবাঘের কোনো খোঁজ মেলেনি।

বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনাম ভুটিয়া জানিয়েছেন, “আমাদের কন্ট্রোল রুমে খবর আসে একটি চিতাবাঘ গাছে উঠেছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে পাঠানো হয়। তবে এলাকায় তল্লাশির পর আর চিতাবাঘকে দেখা যায়নি। আতঙ্কের কিছু নেই, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।”

বনদফতরের তরফে চা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে, যাতে যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য মিলতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে চা বাগান এলাকায় আতঙ্ক থাকলেও বনদপ্তরের সক্রিয়তায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

Related Articles