ক্রিকেট খেলায় “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান! গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, গ্রেফতার ১৫
"Pakistan Zindabad" slogan in cricket! Man killed in mob lynching, 15 arrested

Truth of Bengal: ম্যাঙ্গালুরুর কুড়ুপু এলাকায় রবিবার এক ভয়াবহ ঘটনা ঘটে। স্থানীয় ক্রিকেট খেলায় “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান দেওয়ার অভিযোগে এক ৩৮ বছর বয়সী ব্যক্তিকে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে।
নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত না হলেও, তিনি কেরালার ওয়ানাড় জেলার পুলপল্লি এলাকার বাসিন্দা আশরাফ বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বিকেল ৩টার দিকে ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার শুরু সচিন নামে এক অটোচালকের সঙ্গে বাদানুবাদ দিয়ে। পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল বলেন, “প্রথমে সচিন মারধর শুরু করে, পরে আরও লোকজন এসে লাঠি ও লাথি মেরে হামলা চালায়।”
নিহত ব্যক্তির মানসিক সমস্যা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ বলছে, সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে ভিত্তি করে ১৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিষয়ে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেন, “স্লোগান দেওয়ার অভিযোগে কিছু মানুষ তাকে মারধর করেছে, যার ফলে তার মৃত্যু হয়।”
মৃত ব্যক্তির পরিবার ম্যাঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছে শনাক্তকরণের জন্য। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার করা হতে পারে।