দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন, পুরুলিয়ার জগন্নাথ শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা
Jagannath Temple inaugurated in Digha, message of harmony in Jagannath procession in Purulia

Truth of Bengal:নয়ন কুইরী,পুরুলিয়া: ৩০ এপ্রিল, অক্ষয়তৃতীয়ার পুণ্যতিথিতে দীঘার সমুদ্রতীরে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন ও প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজারো ভক্তের উপস্থিতিতে দীঘায় মন্দিরের উদ্বোধন করেন। দীঘার এই ধর্মীয় অনুষ্ঠান ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যার প্রভাব অনুভূত হয় পুরুলিয়ার আরসা ব্লকের শিরকাবাদ গ্রামেও।
স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় জগন্নাথ দেবের সংকীর্তন ও শোভাযাত্রা। হিন্দু ও মুসলিম – দুই সম্প্রদায়ের মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন, যার মাধ্যমে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। শোভাযাত্রাটি সিরকাবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাটতলা পর্যন্ত পদযাত্রা করে, যেখানে ভক্তরা প্রভুর নাম সংকীর্তন করেন।
এই শোভাযাত্রায় অংশ নেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়ষা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, ব্লক সভাপতি বিদ্যাধার মাহাতো, জেলা বুথ সংগঠনের সভাপতি সুষেন মাঝি এবং সংখ্যালঘু সেলের সভাপতি সাহিল আনসারীসহ বহু নেতৃবৃন্দ ও ভক্তরা। এই উদ্যোগ শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবেও চিহ্নিত হয়ে রইলো।