প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি ২০২৫ পরীক্ষার ফল, এভাবে দেখুন রেজাল্ট
ICSE and ISC 2025 exam results have been published, check the results like this

Truth Of Bengal: এই বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বুধবার, ৩০ এপ্রিল। পরীক্ষার্থীরা এখন তাদের রেজাল্ট দেখে নিতে পারছেন কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE)-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে।
গত বছর আইসিএসই-এর ফল প্রকাশ হয়েছিল ৬ মে এবং আইএসসি-এর ফল এসেছিল ১৪ মে। সেই তুলনায় এ বছর ফল অনেক আগেই প্রকাশিত হয়েছে। চলতি বছরে আইসিএসই (ক্লাস ১০) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ২,৫৩,৩৮৪ জন। এর মধ্যে ছাত্র ছিল ১,৩৫,২৬৮ জন এবং ছাত্রী ছিল ১,১৮,১১৬ জন।
অন্যদিকে, আইএসসি (ক্লাস ১২) পরীক্ষায় অংশ নিয়েছিল ১,৬৭,০০০ জন। এর মধ্যে ছাত্র ৫২,৬৯২ জন এবং ছাত্রী ৪৭,৩৭৫ জন।
কিভাবে দেখবেন রেজাল্ট:
১. প্রথমে যেতে হবে CISCE-র অফিসিয়াল ওয়েবসাইটে: cisce.org অথবা results.cisce.org।
২. সেখানে গিয়ে পরীক্ষার ধরন (ICSE বা ISC) সিলেক্ট করতে হবে।
৩. এরপর নিজের UID, ইনডেক্স নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে।
৪. সব ঠিকভাবে দেওয়ার পর ‘Show Result’-এ ক্লিক করলেই দেখা যাবে রেজাল্ট।
৫. চাইলে রেজাল্টের প্রিন্ট-আউটও নেওয়া যাবে সেখান থেকেই।
পরীক্ষার্থীরা যেন সহজেই রেজাল্ট দেখতে পারেন, তার জন্য ওয়েবসাইটে সমস্ত নির্দেশ ভালো করে দেওয়া আছে।