মেছুয়াবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু, শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
14 people died in a terrible fire in Mechuabazar, Abhishek Banerjee expresses condolences

Truth Of Bengal: বড়বাজারের মেছুয়াবাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১৪ জনের। মঙ্গলবার সন্ধ্যায় মেছুয়াবাজারের ফলপট্টি এলাকার একটি হোটেলে আগুন লাগে। আগুনে মৃতদের মধ্যে রয়েছেন ১১ জন পুরুষ, ১ জন মহিলা এবং ২ জন শিশু (এক ছেলে ও এক মেয়ে)। বুধবার সকাল পর্যন্ত ৮টি মৃতদেহ শনাক্ত করা গেছে।
এই মর্মান্তিক ঘটনার পর শোক প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।” মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
Shocked and deeply saddened by the tragic loss of lives in the devastating fire at Mechhua. My heartfelt condolences to the bereaved families and I pray for the swift recovery of those injured.
The state administration, along with volunteers from various organizations is making…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 30, 2025
দমকল ও পুলিশ আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ে দমকল কর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর রাতে আগুন আয়ত্তে আনা হয়।
অগ্নিকাণ্ডের সময় এক হোটেলকর্মী প্রাণ বাঁচাতে উপর থেকে ঝাঁপ দেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। দমবন্ধ হয়ে আরও অনেকের মৃত্যু হয়। মৃতদেহগুলি আর.জি. কর, এন.আর.এস ও মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে দিঘা থেকে ফোনে পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও মন্ত্রী শশী পাঁজা।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। বাংলায় শোকবার্তা দিয়ে তিনি লেখেন, “কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত।” তিনি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে।
কলকাতায় অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া…
— PMO India (@PMOIndia) April 30, 2025
এই ঘটনার পর থেকেই হোটেলের মালিক পলাতক। কীভাবে আগুন লাগল এবং হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে কলকাতা পুলিশ।l