রাজ্যের খবর

ছাত্রীকে কুপ্রস্তাব, অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নারায়ণগড়ে

Protest against principal for making inappropriate advances to student in Narayangadh

Truth Of Bengal:শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় সরকারি মহাবিদ্যালয়ে। কলেজের অধ্যক্ষ বাদল কুমার জানার বিরুদ্ধে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর।

অভিযোগ, অধ্যক্ষ ছাত্রীকে ব্যক্তিগতভাবে ডেকে বলেন— “তুমি যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করো, তবে পরীক্ষায় ভালো নম্বর পাবে, তোমার ভবিষ্যৎও তৈরি করে দেওয়া হবে।” ছাত্রী সেই প্রস্তাবে রাজি না হওয়ায়, তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয় এবং পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার জেরে কলেজ গেটে শুরু হয় বিক্ষোভ। ছাত্রছাত্রীদের অভিযোগ, শুধু অধ্যক্ষ নন, কলেজের একাধিক অধ্যাপক সময়মতো ক্লাসে উপস্থিত হন না, কেউ কেউ আবার সময়ের আগেই কলেজ ছেড়ে চলে যান। এই সবের বিরুদ্ধেই প্রতিবাদে ফেটে পড়ে পড়ুয়ারা।

জানা গিয়েছে, ভুক্তভোগী ছাত্রী তিন মাস আগেই নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ।

এদিন বিক্ষোভকারীরা কলেজের অধ্যাপকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পরে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অধ্যাপকরা কলেজে প্রবেশ করেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত কলেজ অধ্যক্ষ ডঃ বাদল কুমার জানার কোনও প্রতিক্রিয়া মেলেনি। একাধিকবার যোগাযোগ করার পরও তিনি মুখ খোলেননি।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের মকরামপুর অঞ্চল সভাপতি লক্ষীকান্ত শীট জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এখন দেখার বিষয়, একজন সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর পড়ুয়া মহল থেকে শুরু করে গোটা জেলাবাসীর।

 

 

Related Articles