রাজ্যের খবর

কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত মনীশের ঝালদার বাড়িতে তদন্তে এনআইএ

NIA to probe Malda home of man killed in Kashmir terror attack

Truth Of Bengal:নয়ন কুইরী, ঝালদা: কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় নিহত মনীশ রঞ্জন মিশ্রার পরিবারের উপর এবার সরাসরি নজর দিল দেশের শীর্ষ তদন্তকারী সংস্থা এনআইএ। ঘটনার গভীরে গিয়ে তদন্ত চালাতে এবার ময়দানে নামলো কেন্দ্রীয় গোয়েন্দারা। ঝালদার বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্রা—যিনি ওই জঙ্গি হামলায় প্রাণ হারান—তার পরিবারের সাথে কথা বলতেই মঙ্গলবার বিকেলে ঝাড়খণ্ডের ঝালদা শহরে উপস্থিত হয় এনআইএ এর তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ এনআইএএর দলটি মনীশের বাড়িতে এসে পৌঁছায়। প্রায় পোনে দুই ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্ত। দলের সদস্যরা কথা বলেন নিহত মনীশের স্ত্রী জয়া মিশ্রা ও পুত্রের সঙ্গে। তাদের কাছ থেকে ঘটনার সময়কার তথ্য, মনীশ কী কাজে গিয়েছিলেন, কি পরিস্থিতি ছিল, কোন সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলেন কি না—এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হয়। পরিবারের দাবি, মনীশ কোনোভাবে পূর্বপরিকল্পিত হামলার শিকার হয়ে থাকতে পারেন, যার যোগসূত্র কোনো বড় জঙ্গি চক্রের সঙ্গে থাকতে পারে।

এখন এনআইএ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য সংগ্রহে মাঠে নেমেছে। কাশ্মীরে ঠিক কী ঘটেছিল, কতজন হামলাকারী ছিল, তারা কোন রুট ব্যবহার করেছিল, মনীশ লক্ষ্যবস্তু ছিলেন কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এই তদন্ত শুধু একটি পরিবারের স্বজন হারানোর বিচার পাওয়ার লড়াই নয়, এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা ও জবাবদিহিরও প্রশ্ন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখন পরিবারকে আশ্বস্ত করেছে, যতদূর সম্ভব ঘটনার গভীরে গিয়ে সমস্ত রহস্যের উদ্ঘাটন করা হবে।

 

Related Articles