
Truth of Bengal: একজন অচেনা শহরে, অচেনা ভাষার মধ্যে দাঁড়িয়ে ভাড়া নিয়ে দর কষাকষি? বহু মানুষের কাছেই এটি রীতিমতো আতঙ্কের মতো অভিজ্ঞতা। কিন্তু সজন মাহতো নামের এক যুবক দেখালেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারে সেই সমস্যাও আজ ছোট হয়ে যেতে পারে।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সজন মাহতো কন্নড় ভাষায় একজন অটোচালকের সঙ্গে ভাড়ার দর নিয়ে আলোচনা করছেন। কিন্তু চমক এখানেই—সজন আদৌ কন্নড় জানেন না! তিনি চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার ব্যবহার করে অনায়াসে কথোপকথন চালান।
View this post on Instagram
ভিডিওতে তিনি বলেন, “আমি ছাত্র, দয়া করে ২০০ টাকার পরিবর্তে ১০০ টাকায় যেতে দিন।” জবাবে অটোচালক রাজি হন ১২০ টাকায়। অনেকেই ভাবছেন ঘটনাটি বাস্তব। তবে সজন স্পষ্ট করে জানিয়েছেন, ভিডিওটি সম্পাদিত, কোনো বাস্তব চালক এতে অংশ নেননি। তাঁর বক্তব্য, “এই ভিডিও তৈরি করেছি শুধুমাত্র এআই-এর ব্যবহার শেখানোর উদ্দেশ্যে। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়।”
এই ছোট্ট উদাহরণ আবারও মনে করিয়ে দেয়, প্রযুক্তি কেবল বড় বড় মেশিন বা কোডের বিষয় নয়—মানুষের প্রতিদিনের জীবনেও তার একটা কোমল, বাস্তব ছোঁয়া থাকতে পারে। ভারতের মতো বহু ভাষার দেশে এই ধরনের প্রযুক্তি ভাষার দেয়াল ভেঙে মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ করে তুলছে।