রাজ্যের খবর

গাছ আঁকড়ে বাঁচানোর লড়াই, খুদের প্রতিবাদে নত প্রশাসন

Fighting to save trees, administration bows to Khuda's protest

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: একটুকরো সবুজ রক্ষা করতে রীতিমতো বিপ্লব গড়ল শিশুদের একঝাঁক! মেদিনীপুর শহরের গির্জা এলাকায় অবস্থিত একটি বিখ্যাত ইংরেজি মাধ্যম স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা ৬০-৭০ বছরের পুরনো এক অশ্বত্থ গাছকে ঘিরে আবেগ আর প্রতিবাদের এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী।

এই গাছটি শুধু পরিবেশের অংশ নয়, বহু মানুষের আশ্রয়স্থল। গ্রীষ্মের রোদে, বৃষ্টির দিনে স্কুলে আসা-যাওয়ার পথে অভিভাবকদের বিশ্রামের জায়গা হয়ে উঠেছিল এই গাছতলা। কিন্তু শহরের যানজট কমাতে ও রাস্তা পরিষ্কার রাখতে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় গাছ কাটার সিদ্ধান্ত। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। পরিবেশপ্রেমীদের সঙ্গে গলা মেলান স্কুলের ছাত্র-ছাত্রীরাও।

এরপর যা ঘটল তা অভাবনীয় — স্কুলের শিশুরা গাছটিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ে। তাদের হাতে পোস্টার, মুখে স্লোগান —”গাছ কাটতে দেব না!” তাদের এই মানববন্ধন দেখে অবশেষে প্রশাসন ও পুরসভা সিদ্ধান্ত নেয়, ঐ অশ্বত্থ গাছটি আর কাটা হবে না। শিশুদের এমন মানবিক প্রতিবাদে শহরবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে প্রশংসার ঢল। পৌরসভা ও প্রশাসনের এই মানবিক সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকে। এই ঘটনা আবারও প্রমাণ করল — মানুষ চাইলে প্রকৃতিকে রক্ষা করাই যায়, আর প্রতিবাদের ভাষা বয়স দেখে না।

Related Articles