রাজ্যের খবর

বসিরহাটে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র, এসটিএফের জালে ২

Huge quantity of cartridges and firearms recovered in Basirhat, 2 arrested by STF

Truth Of Bengal: বসিরহাট থেকে মন্টু সাহাজী: বিপুল পরিমাণে তাজা কার্তুজ সহ বেঙ্গল এসটিএফের হাতে অস্ত্র ব্যবসায়ী। এই ঘটনায় গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার দুটি পিস্তল সঙ্গে ২৫২ পিস কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে একটি দল বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ২১ নং ওয়ার্ডের সিশোনা দাস পাড়ায় একটি বাড়িতে হানা দেয়। সেই বাড়িতে হানা দিয়েই বিপুল পরিমাণে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রাজ্য এসটিএফ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকেই দীপ্তজিৎ সেন এবং কাজল মুখোপাধ্যায় নামক দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় তারা তাদের বাড়িতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে।

উদ্ধার হয় দুটি ৭ এম এম সেমির অটোমেটিক পিস্তল ও ২৫২ রাউন্ড কার্তুজ। ধৃত দু’জনকে গ্রেফতার করে বসিরহাট থানায় নিয়ে আসা হয়। এরপর ধৃত ওই দুজনকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

Related Articles