রাজ্যের খবর

শিলিগুড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার স্ত্রী

Young man's unnatural death in Siliguri, wife arrested

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের সাতবিল এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে।

এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে মৃত স্বামীর স্ত্রীকেই। মৃত ব্যক্তির নাম বিষ্ণু বাকলা (৪৫)। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যা চলছিল স্বামী- স্ত্রীর মধ্যে। গতকাল রাতে ফের একবার স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক বচসা হয়। এই ঘটনার পরবর্তীতে ওই দুজনের মধ্যে হাতাহাতিতে পৌঁছে যায়। এবং সেই সময়ই স্ত্রী অম্রিতা বাকলা তার স্বামীকে বাঁশ দিয়ে পিঠে ও মাথায় আঘাত করে। এরপর ঘর থেকে বের করে দেয়।

সোমবার রাতে এই ঘটনার পর ওইদিন সকালে দরজা খুলতেই দেখতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিষ্ণুকে। এই দৃশ্য দেখে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় পুলিশকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এছাড়াও ওই ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ির এসডিপিও নেহা জৈইন, নকশালবাড়ি সার্কেলের সিআই সৈকত ভদ্র সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।‌ এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

অপরদিকে এই ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী অম্রিতা বাকলাকে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জন্য মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরেই পরিষ্কার হবে। এদিন ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে।

Related Articles