ঝড়ে জয়পুর জঙ্গলে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৭ তৃণমূল কর্মী
Horrific accident in Jaipur forest due to storm, 7 Trinamool workers injured

Truth Of Bengal: বাঁকুড়া, কৈলাস বিশ্বাস: বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত জয়পুর জঙ্গলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দিঘার জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১৫-২০ জন নেতাকর্মী তিনটি গাড়িতে করে দীঘার উদ্দেশ্যে রওনা দেন সোমবার সন্ধ্যায়।
যাত্রাপথে জয়পুর জঙ্গলে প্রবেশ করার পর আচমকা শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। এই সময় ব্লক সভাপতি সহ একাংশ নিরাপদে বেরিয়ে গেলেও, মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ সাতজন কর্মী পিছনের গাড়িতে আটকে পড়েন। হঠাৎ ঝড়ের দাপটে জঙ্গল থেকে একটি বিশাল গাছ উপড়ে এসে তাদের গাড়ির উপর ভেঙে পড়ে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা ও অন্যান্য কর্মীরা আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত সকলেরই অবস্থা আপাতত স্থিতিশীল। তবে একজনের পা ভেঙেছে, কারো কোমরে গুরুতর চোট, আবার কারো মাথায় আঘাত লেগেছে। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত আরোগ্যের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।