কলকাতারাজ্যের খবর

টানা চারদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর আশঙ্কা

Rain in South Bengal for four consecutive days, with threat of Kalbaisakhi

Truth Of Bengal: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মানুষদের জন্য নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। রবিবারের পর সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আজও সেই ধারা বজায় থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে ঘন মেঘ জমে জমেছে আকাশে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

টানা বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে আগামী তিন-চার দিন অনেকটাই কমবে তাপমাত্রা। ফলে গরমের হাঁসফাঁস ভাব থেকে কিছুটা মুক্তি পেতে চলেছে সাধারণ মানুষ। কলকাতাতেও সোমবার বিকেল থেকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ছবিও এক। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টির ধারা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে শুক্রবারের পর থেকে আবহাওয়া উন্নতির দিকে যাবে বলে আশা করা হচ্ছে।

Related Articles