খেলা

ঘোষিত হল এএফসি অনুর্ধ্ব-২০ মহিলা ফুটবলের গ্রুপ বিন্যাস

AFC U-20 Women's Football Group Draw Announced

Truth Of Bengal: সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে এএফসি-র সদর দফতর থেকে ঘোষিত হল ২০২৬ সালের এএফসি অনুর্ধ্ব ২০ মহিলা ফুটবলের গ্রুপ বিন্যাস। এই টুর্নামেন্টে ভারত রয়েছে গ্রুপ ডি-তে। টিম ইন্ডিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে মায়ানমার, ইন্দোনেশিয়া ও তুর্কেমেনিস্তান।

এই টুর্নামেন্টের গ্রুপ ডি-র আয়োজক দেশ মায়ানমার একই গ্রুপে রয়েছে ভারতের সঙ্গে। আগামী ৬ আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত। মোট ৩৩টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। তবে গ্রুপ এ-তে রয়েছে পাঁচটি এবং বাকি প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।

প্রতিটি গ্রুপ থেকে বিজয়ী দল ও তিনটি সেরা  রানার্স দলকে নিয়ে মোট ১২টি দল যোগ্যতা আদায় করবে মূল পর্বে খেলার। মূল পর্বের খেলাগুলি আগামী বছরের ১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। মূলপর্ব থেকে সেরা চারটি দল ২০২৬ সালের ফিফা অনুর্ধ্ব ২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে এএফসি এশিয়ান টুর্নামেন্টে অংশগ্রহণ করত মোট আটটি দেশ। এরপর ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে করা হয়েছে ১২-তে। এবং এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি এক একটি দেশে অনুষ্ঠিত হবে।

এক নজরে দেখে নিন এই টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস- 

  • গ্রুপ এ – রিপাবলিক কোরিয়া, নেপাল, ভুটান (আয়োজক), মঙ্গোলিয়া, সৌদি আরবিয়া
  • গ্রুপ বি- ভিয়েতনাম (আয়োজক), কিজিকিস্তান, হংকং, চিন, সিঙ্গাপুর
  • গ্রুপ সি- অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে, পেলেস্তাইন, তাজিকিস্তান (আয়োজক)
  • গ্রুপ ডি- মায়ানমার (আয়োজক), ভারত, ইন্দোনেশিয়া, তুর্কিমেনিস্তান
  • গ্রুপ ই – পিপলস রিপাবলিক অফ চিন (আয়োজক), লেবানন, কাম্বোডিয়া, সিরিয়া
  • গ্রুপ এফ – জাপান, ইরান, মালয়েশিয়া (আয়োজক), গুয়াম
  • গ্রুপ জি- উজবেকিস্তান (আয়োজক), জর্ডন, নর্দান মারিনা, আইসল্যান্ড, বাহারিন
  • গ্রুপ এইচ- কোরিয়া রিপাবলিক, বাংলাদেশ, লায়স (আয়োজক), তিমর লিস্তে  

Related Articles