নদী দখল করে পিলার তোলার অভিযোগ, চাঞ্চল্য কালিয়াগঞ্জে
Allegations of encroaching on the river to erect pillars, stirs up tension in Kaliaganj

Truth Of Bengal: কালিয়াগঞ্জ শহরের গুদরীবাজার এলাকায় শ্রীমতি নদী দখল করে প্রাচীর তৈরির জন্য পিলার তোলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাজ্য সড়কের পাশে শ্রীমতি নদীতে মাটি ফেলে দখলের চেষ্টা হয়েছিল।
সেই সময় কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, থানার আইসি ও বিএলআরও-র উপস্থিতিতে ওই অবৈধ মাটি সরিয়ে ফেলা হয়। জমির মালিককে সতর্ক করে জানানো হয়েছিল, নদী দখল করা যাবে না এবং নদীর ধারে করা কংক্রিটের কাজ ভেঙে ফেলতে হবে।
কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারও নদীর মধ্যে প্রাচীর তৈরির জন্য পিলার তোলার কাজ শুরু হয়েছে। এই বিষয়ে পুরপ্রধান রাম নিবাস সাহা জানিয়েছেন, “বিষয়টি আমি শুনেছি। স্থানীয় কাউন্সিলর মনোজ সরকারকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। থানার আইসি ও বিএলআরও-কে সঙ্গে নিয়ে নদীর পাড়ে যাচ্ছি, যাতে নিশ্চিত করা যায় কোনও ভাবেই নদী দখল না হয়।” তিনি আরও বলেন, “নদীটিকে বাঁচানোর জন্য পুরসভার পক্ষ থেকে নদীর ক্যানেল খনন চলছে। কিছু অসাধু মানুষ নিজেদের স্বার্থে নদী ভরাটের চেষ্টা করছে, যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”