খেলা

ভোটের দিন ঘোষণার আগেই বাগানের প্রেসিডেন্টের পদ ছাড়লেন টুটু বসু

Tutu Basu resigns as Bagan president before election date is announced

Truth Of Bengal: সোমবার মোহনবাগানের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন স্বপনসাধন বসু ওরফে টুটু বসু। সূত্রের খবর, ক্লাবের সচিব ও কার্যকরীবৃন্দের সদস্যদের কাছে ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন টুটু বসু। দিন ঘোষণা না হলেও বাগানের তাঁবু ঘিরে এখন নির্বাচনের দামামা বাজতে শুরু করে দিয়েছে। তার আগেই টুটু বসুর সভাপতির পদ থেকে পদত্যাগ শতাব্দী প্রাচীন ক্লাবের নির্বাচনের আগে বাড়তি মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব চিত্র

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ক্লাবকে পাঠানো ইস্তফাপত্রে টুটু বসু লেখেন, ‘সভাপতির পদ সবসময়ই নিরপেক্ষ হওয়া উচিত। কেননা এই পদ অলঙ্কৃত করে ক্লাবের নির্বাচনে কোনও পক্ষের হয়ে প্রচার করা সঠিক কাজ নয়। এই চেয়ারের একটা আলাদা পদমর্যাদা রয়েছে। কাজেই এই পদের অপব্যবহার করতে চাইনি বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

সভাপতির পদত্যাগ সম্বন্ধে নিজের মতামত জানাতে গিয়ে সৃঞ্জয় বোসের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শুনেছি টুটু বসু সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আগেই বলেছিলেন যে তাঁর কিছু কথা বলার আছে এবং নির্বাচনে তিনি প্রচার করতে চান। সেই কারণেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আমি আশা করব তাঁর কথাগুলি আগামী কয়েকদিনের মধ্যেই হয়ত জানাবেন।’

কিন্তু ক্লাবের নির্বাচনের আগে সভাপতির পদ থেকে টুটু বসুর পদত্যাগ নতুন মাত্রা যোগ করবে কি না জানতে চাইলে সৃঞ্জয় বসু বলেন, ‘এটা সময়ই বলবে।’

অপর দিকে ক্লাবের বর্তমান সচিব দেবাশীষ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

Related Articles