রাজ্যের খবর

জগন্নাথের থিমে চন্দননগরের আলোয় সেজেছে মন্দির চত্বর, ভিড় বাড়ছে দিঘায়

The temple premises are decorated with Chandannagar lights in the theme of Jagannath, the crowd is increasing in Digha

Truth of Bengal: ৩০ শে এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন৷ তার আগে জগন্নাথদেবের থিমে চন্দননগরের আলোক শিল্পী সাজিয়ে তুলছেন দিঘার সমুদ্র সৈকত থেকে মন্দির চত্বর। অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন দিঘার জগন্নাথ মন্দিরের । সেই উদ্বোধনকে কেন্দ্র করে চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠছে মন্দির চত্বর থেকে দিঘার সমুদ্র সৈকত । আর এই কাজের বরাত পেয়েছেন হুগলির চন্দননগরের আলোক শিল্পী জয়ন্ত দাস । তিনি একমাস ধরে এই কাজ করছেন । সমস্ত আলোর কাঠামো তৈরি হওয়ার পর গত  ১৮ই এপ্রিল থেকে আলো পাঠাতে শুরু করেন তিনি । সোমবারও চন্দননগর থেকে আলো যাবে দিঘার উদ্দেশে।

পূর্ব মেদিনীপুরের দিঘার কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হচ্ছে চন্দননগরের আলো । নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত সুউচ্চ আলোর গেট ও কাঠামো তৈরি করা হয়েছে । জগন্নাথ, বলরাম ও শুভদ্রার আদলে আলোর নকশা তুলে ধরা হয়েছে দিঘাতে । কোনওটা লোহার স্ট্রাকচারে এলইডি স্ট্রিপ, কোথাও গ্লোসাইন দিয়ে বিভিন্ন রকমের আলোর থিম রয়েছে জগন্নাথদেবের । আলোর মাধ্যমে তাঁর পাশে অস্ত্র, ফুল ও শঙ্খের ছবি ফুটিয়ে তোলা হয়েছে ।

উদ্বোধনের আগের দিন থেকে এই আলোয় ভরে উঠবে জগন্নাথ মন্দিরের আশপাশের রাস্তাঘাট । হাতে গোনা আর কটা দিন বাকি। সেই কারণে আলোকসজ্জার কাজ শেষ করার তৎপরতা এখন তুঙ্গে। মন্দিরের রাস্তা সাজানোর জন্য প্রায় 200 শ্রমিক দিনরাত এক করে কাজ করে চলেছেন। তার মধ্যে রয়েছে কালবৈশাখীর প্রকোপ। তাই যত শীঘ্র সম্ভব কাজ শেষ করতে চান আলোক শিল্পীরা।

Related Articles