এবার আরও জোড়াল হল তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্প আন্দোলন
This time the movement for the Tarakeswar-Bishnupur railway project has intensified.

Truth of Bengal:সৌভিক গোস্বামী, আরামবাগ: তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পে কামারপুকুরের পশ্চিম অমরপুরে আন্দোলন আরও জোরাল হল। বড় কার্লভার্ট, আন্ডারপাস ও উপযুক্ত নিকাশি ব্যবস্থার দাবিতে “রেল চালাও গ্রাম বাঁচাও” কমিটি এবার পার্শ্ববর্তী এলাকাতেও মাটি ফেলার কাজ বন্ধ করে দিল। তাঁরা কামারপুকুর স্টেশন সংলগ্ন এলাকা বাঁশ দিয়ে রাস্তা ঘিরে দিয়েছে।
এরফলে রেললাইন তৈরির জন্য যেসব গাড়ি মাটি ফেলার কাজ করছিল সেইসব গাড়ি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। পাশাপাশি তাঁরা রেলকে একমাসের সময়সীমা বেঁধে দিয়েছে। তারমধ্যে তাঁদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর জেরে আরও বড় জটে থমকাল রেলপ্রকল্প। গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলা থেকে শিশুরাও আন্দোলনে শামিল হয়েছেন।
যদিও রেলের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এই মুহূর্তে আর কোনও ব্রিজ করা সম্ভব নয়। আবারও এলাকার মানুষের সঙ্গে আলোচনায় বসা হবে। ভাবাদিঘির পর পশ্চিম অমরপুর, আদৌ কি তারকেশ্বর-বিষ্ণুপুর ট্রেন চলার স্বপ্ন বাস্তবে সত্যি হবে? এই প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে।