৫ সদ্যোজাতের মা হল নিরভা, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা
Nirbhaya becomes mother to 5 newborns, cheetah population increases in Kuno National Park

Truth Of Bengal: চিতার সংখ্যা বৃদ্ধি পেল কুনো জাতীয় উদ্যানে। জন্ম নিল আরও পাঁচটি চিতা শাবক। ২০২৩ এ সাড়ে পাঁচ বছর বয়সে নিয়ে আসা হয়েছিল নিরভা নামক একটি চিতাকে। এবার সেই নিরভাই জন্ম দিয়েছে পাঁচটি শাবকের। গত বছরও এই চিতা জন্ম দিয়েছিল দুটি শাবক। কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয় নি। বর্তমানে কর্তৃপক্ষের তরফ থেকে পালন করা হয়েছে সাবধানী ভূমিকা। চিতার এই বংশবৃদ্ধিকে সাফল্যের নজরে দেখছে মধ্যপ্রদেশের সরকার।
প্রসঙ্গত, ভারতে চিতার সংরক্ষণ শুরু হয়েছে প্রধানমন্ত্রীর উদ্যোগেই। নিরোভার এই সন্তান প্রসবের কথাও এক্স হ্যান্ডেলে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। কুনবজাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানায়, ২৫ এপ্রিল নিরভা জন্ম দিয়েছে ৫ টি শাবকের। সেইসঙ্গে ভারতে চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১। বর্তমানে কুনো উদ্যানে থাকা চিতার সংখ্যা ২৯। রয়েছে ১০ টি পূর্ণাঙ্গ বয়স্ক চিতা ও শাবক ১৯ টি। কুনো থেকে মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যে পাঠানো হয়েছে দুটো পুরুষ চিতাকে।
জানা যায় ২০২২ এর সেপ্টেম্বরে পাঁচটি স্ত্রী ও তিনটি পুরুষ চিতাকে নিয়ে আসা হয়েছিল নামিবিয়া থেকে কুনো জাতীয় উদ্যানে। ২০২৩ এর ফেব্রুয়ারিতে আরও ১২ টি চিতা আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে কুনোয়।