আন্তর্জাতিক

পাকিস্তানের নাগরিকরা এদেশে থাকলে কী কী সাজা মিলতে পারে?

What punishments can Pakistani citizens face if they are in this country?

Truth Of Bengal: পহেলগাঁওয়ে পর্যটক নিধনের ঘটনার পরই পাকিস্তানি নাগরিকদের এদেশ ছাড়তে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাকিস্তানি নাগরিকদের ভারতছাড়া করার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। অমিত শাহের নির্দেশের পরই রাজ্যে রাজ্যে পাকিস্তানি নাগরিকদের উপর নজরদারি শুরু হয়েছে। এখনও ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানের ২৭২ জনের কাছে নাগরিককে সেদেশে ফেরত পাঠানো হয়েছে। দিল্লিতেও হাজারের বেশি নাগরিক থাকতে পারে বলে খবর মিলেছে। যদি কোনও পাকিস্তানি  নাগরিক পরিচয় লুকিয়ে ভারতে থেকে যায় তাহলে কড়া সাজা হতে পারে।

যদি কোনও পাকিস্তানি নাগরিক ভারতে থাকে তাহলে কী কী শাস্তি হতে পারে? ১৯৪৬ সালের বিদেশ আইনের অধীনে কড়া  ব্যবস্থা নেওয়ার সংস্থান রয়েছে। কী বলা হয়েছে সেই আইনে? ভারতে থাকাকালীন যদি কোনও বিদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তা হলে তাঁকে জরিমানা করতে পারে এদেশের আইন মেনে। একইসঙ্গে কারাদণ্ডের মতো কঠোর পদক্ষেপও করতে পারে ভারত সরকার। সেই কারাদণ্ড বছরের পর বছর চলতে পারে।

এমনকি অভিযুক্ত নাগরিককে নির্বাসনও দেওয়া হতে পারে প্রত্যন্ত অঞ্চলে বা কোনও দূরবর্তী জায়গায়। এখানেই শেষ নয়,ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যদি কেউ এদেশে থাকেন তাহলে তাঁদের এ দেশে প্রবেশের জন্য কালো তালিকাভুক্ত করতে পারে ভারত সরকার। তাই ভিন দেশের নাগরিকদের দেশছাড়া করার যে উদ্যোগ পহেলগাঁও কাণ্ডের পর শুরু হয়েছে, তার জোরালো তৎপরতা দেখা যাচ্ছে।

Related Articles