রাজ্যের খবর

দীঘার জগন্নাথ মন্দির স্থাপনে মুখ্যমন্ত্রীকে সুজয় হাজারার ধন্যবাদ

Sujoy Hazara thanks Chief Minister for establishing Jagannath temple in Digha

Truth of Bengal: পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্র সৈকতে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের আদলে একটি নতুন জগন্নাথ ধাম মন্দির স্থাপন হচ্ছে, যা পশ্চিমবঙ্গে জগন্নাথ দেবের মন্দির দর্শনের সুযোগ সৃষ্টি করবে। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা এক সাংবাদিক সম্মেলনে এই মন্দিরের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “এটি বাংলার সংস্কৃতির সাথে নতুন ঐশ্বর্য যুক্ত করবে। দীঘায় সমুদ্র সৈকত উপভোগের পাশাপাশি এখন থেকে মন্দির দর্শনও মিলবে।”

তিনি আরও জানান, দীঘা যদিও পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, তবে এটি তাঁর কাছে অবিভক্ত মেদিনীপুরের অংশ হিসেবে অনুভূত হয়। তিনি বলেন, দীঘা এখন বাংলার এক নতুন অনুভূতির স্থান হিসেবে পরিচিত হবে, যেখানে সবার জন্য জগন্নাথ দেবের দর্শন উপলব্ধি করা যাবে।

এছাড়া, সুজয় হাজরা উল্লেখ করেন যে, এই মন্দির নির্মাণে স্থানীয় মানুষদের জন্য এক নতুন আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি হবে এবং এটি বাংলার ধর্মীয় ঐতিহ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

 

 

Related Articles