লাহোর বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ বিমান পরিষেবা
Massive fire breaks out at Lahore airport, flight services suspended

Truth Of Bengal:পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, পাকিস্তান সেনার একটি বিমান অবতরণের সময় তার চাকায় আগুন ধরে যায় এবং সেখান থেকেই রানওয়েতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এর জেরে বিমানবন্দরের প্রায় সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। সেইসঙ্গে বেশিরভাগ বিমান বাতিল করা হয়েছে। সাময়িকভাবে রানওয়েটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালায়।
লাহোর বিমানবন্দরের ভেতরের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। যাত্রীরা আতঙ্কে কোনওরকমে দাঁড়িয়ে আছেন, আর দমকল কর্মীরা জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। ধোঁয়ার ঘনত্ব এতটাই বেশি ছিল যে, কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। পাক সংবাদমাধ্যমের দাবি, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে প্রচুর ধোঁয়া রয়েছে। বিমান পরিষেবা ঠিক কখন স্বাভাবিক হবে তা এখনও অনিশ্চিত। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কোনও বিমান ছাড়বে না এবং যে বিমানগুলি লাহোরে নামার কথা ছিল, সেগুলি অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, অবতরণের ঠিক আগে পাকিস্তান বায়ুসেনার বিমানের চাকা থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ দমকলে খবর দেয় এবং বিমানটি জ্বলন্ত অবস্থাতেই অবতরণ করে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। স্বাভাবিক ভাবেই শনিবারের ঘটনায় বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলা চালায়। তাতে প্রাণ হারিয়েছেন ২৮ জন। আর এই হামলার দায় স্বীকার করে নিয়েছে লস্কর-ই-তইবারের জঙ্গি সংগঠন। এরপর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে, সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। সেইসঙ্গে ভিসা নিয়ে নেওয়া হয়েছে পদক্ষেপ। পাল্টা পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে। এই আবহেই লাহোর বিমানবন্দরে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা ।