রাজ্যের খবর

সিউড়িতে আয়োজিত হল ১৩ তম জেলা স্তরের ভলিবল প্রতিযোগিতা

13th District Level Volleyball Competition Organized in Siuri

পার্থ দাস, বীরভূম: সিউড়ি পৌরসভার অন্তর্গত রক্ষাকালী ক্লাবের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ১৩ বার জেলা স্তরের ভলিবল প্রতিযোগিতায় জয়লাভকারী কুড়ি জন খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হয়। স্বর্গীয় সন্দীপ দাস মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী।

বিধায়ক নিজে হাতে কৃতী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করেন এবং জানান, ক্লাবের সদস্য, সম্পাদক ও সেক্রেটারির সহযোগিতায়ই এই ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে। তিনি ক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। অনুষ্ঠানে আরও এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন প্রয়াত খেলোয়াড় ও ক্লাব সদস্য স্বর্গীয় সন্দীপ দাসের স্মৃতিতে তাঁর সহধর্মিণীর হাতে ‘হেমন্ত’ তুলে দেওয়া হয়।

পাশাপাশি কাশ্মীরে শহীদ হওয়া জওয়ানদের স্মরণে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। ক্লাব সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিধায়ক সকলেই এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান শুধু ক্রীড়া গৌরবের উদযাপন নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্তও বটে।

Related Articles