কলকাতা

বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৬টি ইঞ্জিন

Massive fire breaks out at Dhapa near Basanti Highway, 6 engines on the spot

Truth Of Bengal : কলকাতার বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুর বারোটা নাগাদ কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। ইতিমধ্যে ছটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করছে। কি কারনে আগুন তা এখনো স্পষ্ট নয় সকলের কাছে। পুলিশের প্রাথমিক অনুমান ট্রান্সফরমার থেকে আগুন লেগে থাকতে পারে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ ধাপার কাজেই ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে বলে তারা জানায়। বিস্ফোরণ হওয়ার পর আগুনের ফুলকি থেকে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে দমকল কর্মীদের অনুমান। এলাকায় টায়ার ও প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের বস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দমকা বাতাসের কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয় দমকল কর্মীদের। দমকল কর্মীদের সাথে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নেই।

Related Articles