জয়নগরে উদ্ধার তাজা বোমা, গ্রেফতার অভিযুক্ত
Fresh bomb recovered in Jaynagar, accused arrested

Truth Of Bengal: রেবতী মালি, দক্ষিণ ২৪ পরগনা – দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার পুলিশের তৎপরতায় বড়সড় বিস্ফোরক মজুতের ছক ভেস্তে গেল। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের শেখ পাড়া এলাকার জামে মসজিদের কাছে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আজাদ শেখ (৩৪)।
জানা গিয়েছে, তার বাড়ির কাছেই একটি বাগানে বোমাগুলি লুকিয়ে রাখা ছিল। সেখান থেকেই উদ্ধার হয় ৮টি তাজা বোমা। জয়নগর থানার আইসি পার্থ সারথি পালের নির্দেশে এসআই শুভংকর করণ এবং তাঁর টিম সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই অভিযান চালান।
ধৃত আজাদ শেখকে শুক্রবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তকারী অফিসাররা তাঁর ৬ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজাদ শেখ কেন এই বিপজ্জনক বিস্ফোরক মজুত করেছিল, কার নির্দেশে বা কার সাহায্যে সে এই কাজ করেছে, তা জানার চেষ্টা চলছে। এলাকায় এই ঘটনাকে ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর উত্তর দুর্গাপুর-সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।