সিন্ধু জলচুক্তি বাতিলের মাধ্যমে পাক অর্থনীতিতে প্রত্যাঘাত দিল্লির
Delhi hits back at Pakistan's economy by cancelling Indus Water Treaty

Truth Of Bengal: পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় পর্যটকদের ওপর জঙ্গি হামলা ভারতের অর্থনীতিতে আঘাত করার মোক্ষম সন্ত্রাস।আসলে কাশ্মীরে শান্তিও সুস্থিতির মাঝে অর্থনীতির প্রাণভোমরা লুকিয়ে রয়েছে পর্যটনে। ভারতের পর্যটনের কোমর ভাঙার ষড়যন্ত্র করে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা আঘাত করে। ২৮ পর্যটকের প্রাণ কেড়ে আতঙ্ক ফেরি করে।পাকিস্তানের আশ্রয়-প্রশয়ে লালিতপালিত লস্কর-ই– তৈবা। জঙ্গি সংগঠনকে হৃষ্টপুষ্ট করতে পাক সামরিক বাহিনীও মদত দেয়। এই অবস্থায় আন্তর্জাতিক মহল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছে।
আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইজরায়েলের মতোই চিনও মুখ খুলতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সন্ত্রাসকে মদত দিতে গিয়ে ঘরে –বাইরে বিপদের মুখে বলেও অধ্যাপক রাজাগোপাল ধরচৌধুরী মনে করেন। পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে একথা তাঁদের সরাসরি স্বীকার করতে হবে। স্বীকার না করলেও বিশ্ব বুঝে গেছে ইসলামাবাদই জঙ্গিদের লালনপালন করছে। তালিবানের ত্যাগ করা অস্ত্র কিনে ভারতবিরোধী তোপ দাগছে।
সন্ত্রাসকবলিত এশিয়ার নানা দেশের মতোই চিনও সন্ত্রাসের বিপদ বোঝে। উইঘুর বিদ্রোহীদের কথা মাথায় রেখে চিনকে তাই সন্ত্রাস দমনে সাহায্য করতে হবে।একদিকে ভারতের বিশাল বাজার,আর অন্যদিকে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে যোগ্য জবাব দিতে গিলে কূটনীতিতে ভারতকে সতর্কভাবে পা ফেলতে হবে বলে আর্ন্তজাতিক বিশেষজ্ঞ মনে করেন। বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের বিপদ যেমন ঘনিয়ে এসেছে তেমনই আবার বালুচ বিদ্রোহীদের চোখ রাঙানিও যে বাড়তে চলেছে তেমনটাই উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ রাজাগোপাল ধরচৌধুরী।