পহেলগাঁও হামলাকারীদের ‘মুক্তিযোদ্ধা’ বলে মন্তব্য করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
Pakistan's Deputy Prime Minister calls Pahalgaon attackers 'freedom fighters'

Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ফের তীব্রভাবে খারাপের দিকে যাচ্ছে। এই ঘটনায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার দায় নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF), যারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত।
এই ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার মন্তব্য করেছেন, “হামলাকারীরা হয়তো মুক্তিযোদ্ধা ছিল।” তার এই মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে বিস্ময় ও ক্ষোভ তৈরি করেছে।
🚨SHOCKING: Pakistan’s Deputy Prime Minister referred to the terrorists who killed the tourists in Pahalgam as “freedom fighters.”
PAKISTAN IS A TERRORIST STATE. PERIOD. pic.twitter.com/dEiA69ji7B
— BALA (@erbmjha) April 24, 2025
ভারতের জবাব আসে দ্রুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা কমিটির বৈঠকে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি, পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করা হয়। এমনকি চিকিৎসার জন্য ভারতে আসা রোগীদেরও ফিরে যেতে বলা হয়।
পাকিস্তান এই সিদ্ধান্তকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে অভিহিত করেছে। ইসহাক দার বলেন, “পাকিস্তানের কোটি কোটি মানুষের জলের প্রয়োজন। এই চুক্তি বন্ধ করা হলে, তা যুদ্ধ ঘোষণার মতোই হবে। পাকিস্তানও উপযুক্ত জবাব দেবে।” পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জানায়, ভারতের যদি সিন্ধু নদীর জল আটকে দেওয়া বা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হবে।
প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আরও এক ধাপ এগিয়ে হুমকি দিয়ে বলেন, “আমাদের যদি ক্ষতি করা হয়, তাহলে আমরাও ভারতীয়দের নিরাপদ রাখব না। পাল্টা আঘাত আসবে।” এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সন্ত্রাসবাদ এবং জবাবদিহিতার প্রশ্নে এই দুই দেশের অবস্থান আবারও মুখোমুখি।