নিয়ন্ত্রণরেখার কাছে হামলা পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের
Pakistan attacks near the Line of Control, India retaliates

Truth Of Bengal: এবার পাল্টা জবাব পাকিস্তানের। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল পাকিস্তান। তার প্রতিত্তর দিইয়েছে ভারতও। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই পরিস্থিতিতে ওয়াঘার ওপারে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর এসে পৌছাচ্ছে। সেই সাথে প্রস্তুত রয়েছে ভারতও। তার মধ্যেই ঘটে গেল এমন ঘটনা।
তবে ভারতীয় সেনার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, শুক্রবার ভোরে পাক সেনা নিয়ন্ত্রণরেখা বা ‘এলওসি’-র কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায়। সাথে সাথে প্রত্যাঘাত করে ভারতও। এক সংবাদ মাধ্যমের দ্বারা জানা যায়, ভারতীয় সেনার এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, পাক সেনা সীমান্তে গুলি চালিয়েছে। প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। সীমান্তের এ পারে কেউ হতাহত হয়নি।
পহেলগাঁওতে জঙ্গিদের পর্যটকদের ওপর হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। বৃহস্পতিবার তার পাল্টা জবাব হিসাবে আটটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে ইসলামাবাদ। তার মধ্যেই প্রধান হল শিমলা চুক্তি সংক্রান্ত ঘোষণা। পাকিস্তান জানিয়েছে, ভারত পাকিস্তানের অন্দরে সন্ত্রাসকে উস্কানি দেওয়া, আন্তর্জাতিক হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন ভাঙা বন্ধ না-করলে তারা এই চুক্তি স্থগিত রাখবে।
শিমলা চুক্তি, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের পতন ঘটে এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশের পর হিমাচল প্রদেশের শিমলায় ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির অন্যতম মূল শর্ত ছিল, জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতির ফলে যে নিয়ন্ত্রণরেখা নির্ধারিত হয়েছে, ভারত এবং পাকিস্তান, উভয়কেই তা মেনে চলতে হবে।
পারস্পরিক মতের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও কোনও পক্ষ একতরফা ভাবে এর পরিবর্তন চাইবে না। অভিযোগ, তার পরেও অবশ্য পাকিস্তান একাধিক বার এই শর্ত লঙ্ঘন করেছে বলে। কিন্তু চুক্তি স্থগিত রাখার ঘোষণা এই প্রথম। অনেকেই মনে করছেন, এরপর ভারত-পাক নিয়ন্ত্রণরেখাকে মান্যতা না-দিয়ে সীমান্তে অস্থিরতা তৈরি করতে চাইবে ইসলামাবাদ।