রাজ্যের খবর

বেঙ্গল সাফারির কাছে যাত্রীবাহী বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

Private passenger bus and truck collide head-on near Bengal Safari

Truth of Bengal: বৃহস্পতিবার শিলিগুড়ির বেঙ্গল সাফারির কাছে যাত্রীবাহী বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মীরা। এরপর আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

জানা গিয়েছে এদিন মিত্তাল বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বেসরকারি বাস মালবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রাক আসছিল। বেঙ্গল সাফারি এর কাছে পৌঁছতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।  এই ঘটনায় আহত হওয়ায় বেশ কয়েকজন যাত্রী। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মীরা। এরপর আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনা গ্রস্ত দুটি গাড়ি আটক করেছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

Related Articles