পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী ও মাংস বিক্রেতার বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ
Allegations of bombing targeting the homes of temporary municipal sanitation workers and meat vendors

Truth of Bengal: পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী ও মাংস বিক্রেতার বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত সাফাই কর্মীর পরিবার ও এলাকার বাসিন্দারা। বুধবার গভীর রাতে ঘটনাটি বীরভূমের রামপুরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীতে। বিষয়টি জানিয়ে রাতেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মাংস বিক্রেতা।
রামপুরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্যেন হাজরা জানান, গতকাল রাতে সপরিবারে নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাতেই ১:৪০ মিনিট নাগাদ বোমা ফাটার বিকট আওয়াজে তাদের ঘুম ভেঙ্গে যায়। বাইরে বেড়িয়ে দেখেন বেশ কয়েকজন তার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। তাদের জিজ্ঞাসা করলে তারা দুর্ব্যবহার করে এবং ফের বোমা মারার হুমকি দেয় বলে অভিযোগ।
সত্যেন হাজরার অভিযোগ, চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জানালেও আজ দুপুর পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি রামপুরহাট থানার পুলিশ। বিষয়টি জানিয়ে আজ দুপুরে রামপুরহাট মহকুমা শাসকের কাছে আবেদন জানিয়েছেন হরিজন পল্লীর বাসিন্দারা।
তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ। এদিকে আজ রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন এলাকার আতঙ্কিত বাসিন্দারা।