রাজ্যের খবর

আবারো মালদায় বিএসএফের হাতে ধরা পরল এক বাংলাদেশী

Another Bangladeshi arrested by BSF in Malda

Truth of Bengal: আবারো বিএসএফের হাতে ধরা পরল এক বাংলাদেশী। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারীপাড়া ক্যাম্প এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা  বিএসএফের জওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদাড়ি দেওয়ার সময় হঠাৎ দুটি মোষ নিয়ে সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে দেখতে পাই বিএসএফ। সন্দেহ হতেই ওই ব্যক্তিকে আটক করা হয়। ঘটনার তদন্ত করছে হবিবপুর থানার পুলিশ।

বিএসএফ জওয়ানেরা ওই ধৃত পাচারকারী  নাম জানতে পারে এমডি সেলিম, বয়স (১৮) বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষা থানার,নওগাঁ জেলায়। ওই যুবক মোষ পাচারে উদ্দেশ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছে। বিএসএফের জোওয়ানরা দুটি মোষ সহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ এর পরেই হবিবপুর থানার হাতে  তুলে দেওয়া হয়। যদিও বিএসএফ ও হবিবপুর থানার সূত্রে এখন পর্যন্ত তার কাছ থেকে উদ্ধার হয় একটি দাও ও দুটি মোষ । ইতিমধ্যেই হবিবপুর থানার পুলিশ ও বিএসএফ তরফ থেকে জানা গিয়েছে সীমান্তবর্তী কী উদ্দেশ্যে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

Related Articles