ভ্যাপসা গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ
Protesters block state highways as power goes out for hours in scorching heat

Truth of Bengal: গরমে নাজেহাল সাধারণ মানুষ। তার উপর ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছে এলাকার মানুষেরা। বিদ্যুৎ দফতরে অভিযোগ জানিয়েও কোন লাভ না হওয়ায় এলাকার মানুষেরা একত্রিত হয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কালিয়াগঞ্জ শহর লাগোয়া ধনকৈইল অঞ্চলের নসিরহাট এলাকায়।
স্থানীয় মানুষদের অভিযোগ, লোডশেডিংয়ের সমস্যা আজকের নয় বহুদিনের মাঝে মধ্যেই তাদের এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাদের আশে পাশে এলাকার বিদ্যুৎ থাকলেও তাদের এলাকায় বিদ্যুৎ থাকে না।বিদ্যুৎ দফতরে লিখিত ভাবে অভিযোগ করলেও কোন সুফল বেরিয়ে আসেনি।কয়েকদিন যাবত গরমের কারণে এমনি তেই মানুষ অতিষ্ট তার উপরে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়েছে এলাকার মানুষেরা। তাই বাধ্য হয়ে এলাকার মানুষেরা একত্রিত হয়ে রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। বেশ কিছু সময় আলোচনার পড় থানার আইসি দেবব্রত মূখার্জি মোবাইলে বিক্ষোভ কারিদের আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়। যদি বিদ্যুৎতের সমস্যা সমাধান না হয় তালে এলাকার মানুষেরা একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুসিয়ার দেয়।